ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শেরপুরে স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা শুরু

আব্দুর রফিক মজিদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১
শেরপুরে স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা শুরু

শেরপুর: ‘সময় নেই আর বসে থাকার, পণ করেছি সমাজ গড়ার’ শ্লোগানে শনিবার শেরপুরে শুরু হয়েছে স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা। জেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৭ম ও ৯ম শ্রেণী শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘ছাত্রবন্ধু পরিষদ’।

শনিবার সকালে শেরপুর সরকারি বালিকা বিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন শেরপুর চেম্বার অব কমার্স’র সভাপিত গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা, বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রতিনিধি আব্দুর রফিক মজিদ, ছাত্রবন্ধু পরিষদের সভাপতি রেজাউল করিম রাজু।

আগামী ৯ নভেম্বর শেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিযোগিতায় সেরা ১৬ জন এবং এবছর শেরপুর জেলা থেকে দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি হওয়া ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।