ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

রাসেল

সাইফুল্লাহ মাহমুদ দুলাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১১
রাসেল

সেই আঠারো অক্টোবর
আগষ্ট মাসের পনেরো,
শোকে গাঁথা বোন দু’টি আজ
মন ভালও নেই, মনেরও।

হাসু আপুর মন স্মৃতিতে
একা একা ভাই খেলে,
নাই রাসেলের খেলনা গুলো
জং ধরেছে সাইকেলে।



রেনু বুবুর মনের ভেতর
নীল বেদনা স্মৃতিনাশ,
বত্রিশ নম্বর ধানমন্ডিতে
আছে শুধু ইতিহাস।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।