ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দুটি ছড়া | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৮
দুটি ছড়া | সুমন বিশ্বাস প্রতীকী ছবি

চাঁদনী রাতের গল্প

জোছনা ভরা চাঁদনী রাতের
গল্প বলি, শোনো-
মাদুর পেতে উঠোনেতে
দাদির কোলে রোনো।

ঝিরিঝিরি বইছে বাতাস
শান্তি পরশ মাখা,
গল্প যেন মেলছে ডানা
প্রজাপতির পাখা।
 
গন্ধরাজ আর হাস্নাহেনার
গন্ধ আকুল করে,
কী যে ভালো লাগছে আহা!
বোঝাব কী করে?
 
ইচ্ছে করে সারাটি রাত
এই উঠোনেই থাকি,
ফুলের গন্ধ, চাঁদের আলো
গায় জড়িয়ে রাখি।


ফলবে সোনালি ধান
 
সবুজে সবুজে ভরে গেছে মাঠ
ফলবে সোনালি ধান,
চৈতালি ঘামের ক্লান্তি ভুলে
গাইবো মরমি গান।
 
ঐ যে দ্যাখো সুনীল আকাশ
বলছে যেন ডেকে
ভাবিসনে আর, আসছে সুদিন
রংধনু গায় মেখে।
 
দু’হাত তুলে অভয় দিলো
উথল ক্ষ্যাপা মেঘ,
বায়ুর কাছে আর্জি যেন
কমিয়ে রাখে বেগ।
 
পূর্ণিমা সুখ আসবে নেমে
ছোট্ট মাটির ঘরে,
হারিয়ে যাবে দুঃখ-ব্যাথা
বর্ণালী সুখ ভিড়ে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।