ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শোক ও সুখে বসন্ত | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
শোক ও সুখে বসন্ত | সুমন বিশ্বাস প্রতীকী ছবি

বসন্ত এসেছে ফুটেছে ফুল
গাছে গাছে বনে বনে
ডাকছে কোকিল।

হিল্লোলে কল্লোলে তটিনীর কূল
মুখরিত তার মনে
সুখ অনাবিল।
 
আম জাম কাঁঠালের ডালে
মুকুলিত হাসি ফোটে
ফাগুনের ছোঁয়ায়।


মধু ভরা ফুলেদের গালে
মধুকর এসে জোটে
মধু পিপাসায়।
 
একুশের চেতনায় ফুটেছে শিমুল
বাঁধ ভাঙা উল্লাস
মনের গভীরে।
শোক ও সুখে মনের দু’কূল
উচ্ছ্বাসে জাগে মুক্তির আকাশ
ভাবাবেগ সমীরে।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।