ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

হৈমন্তী ধানের গন্ধে | সুমন বিশ্বাস

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
হৈমন্তী ধানের গন্ধে | সুমন বিশ্বাস হৈমন্তী ধানের গন্ধে

হেমন্তের নতুন ধানের গন্ধ লাগে নাকে
পিঠা-পায়েস সুর তুলছে মনের বাঁকে বাঁকে।
স্বপ্নে ভরা মনের আকাশ পূর্ণিমাতে হাসে
আনন্দ আজ চাঁদ হয়েছে- ঐ গগনে ভেসে।

ফসল বোঝাই শকট যখন বাড়ির পানে ছোটে
এতদিনের ক্লান্তি মুখে ফুল হয়ে তায় ফোটে।
ধান সারাতে ব্যস্ত বধু নাওয়া-খাওয়া ভুলে
নবান্ন যে ডাকছে সবার দিল-দরিয়া খুলে।


 
বাড়ি বাড়ি পিঠার হাড়ি জ্বলছে সাঁঝের বেলা
খোকাখুকুর হিল্লোলে গাঁ স্বর্গ-সুখের ভেলা।
ঘামে ভেজা ক্লান্ত দেহের নেই যে কোনো ক্লেদ
নতুন দিনের নতুন আশায় ভাঙলো ভেদাভেদ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।