ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

কোরবানির গরু | ইউনুস মেহেদী

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
কোরবানির গরু | ইউনুস মেহেদী কোরবানির গরু

হৈ হৈ হৈ আইলোরে ভাই
কোরবানির গরু
লোক গমগম করে ঠাসাঠাসি
রাস্তাটা যে সরু।

দুদিক থেকে হাঁক আসে
ও— ভাই গরুর দাম কত?
গরুটানা লোকটি বলে-
পঞ্চাশ হাজার পাঁচশত।

সারাটা পথ এভাবেই
লোক জিজ্ঞাসে দাম
রশি ধরে টানাটানি
গরু ছোটায় ঘাম।

বাড়ি এলে গরুর সঙ্গে
সেলফি তোলা শুরু
আগামীকাল কোরবান হবে
কোরবানির গরু!

ইচ্ছেঘুড়ি

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।