ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

গরুর হাটে | অমিয় দত্ত ভৌমিক

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২৩ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
গরুর হাটে | অমিয় দত্ত ভৌমিক গরুর হাটে

এই যে ভাই, গরু কত?
খাসি কত ভাই?
মন চাইলে উত্তর দেয়
না চাইলে নাই

বাড়ির পথে ফিরছে সবাই
কিনে গরু-খাসি
কেউ কিনে একটা-দুইটা
কেউ আরও বেশি
লাল গরু কালো গরু
নানান রকম সাইজ
কেউ আবার গরুর সাথে
দিচ্ছে খাসি প্রাইজ
কেউ আবার শতেক কিনবে
জাহির করতে নাম
তাদের সবাই 'নেতা' বলে
হোক তা যতই দাম।

ইচ্ছেঘুড়ি
বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।