ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খোকন ও শালিক ছানা | অালমগীর কবির

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
খোকন ও শালিক ছানা | অালমগীর কবির খোকন ও শালিক ছানা

কেউ বোলো না কটূকথা
কেউ তাকে বকো নে,

কারণ আছে বলছি শোনো
কি করেছে খোকনে?

 

দুপুর বেলা খোকন তখন
আঁকার খাতায় আঁকছিলো,

জানলা দিয়ে হঠাৎ দেখে
শালিক ছানা ডাকছিলো।

গাছের নিচে পড়ে থেকে
গাছের ডালে পাখি মা,

বললো খোকন, শালিক ছানা
বাসায় তুলে রাখি মা।

দুইটি গালে চুমু খেয়ে
এলো খোকার মা সাথে,

খোকন নিজে শালিক ছানা
রাখলো তুলে বাসাতে।

মা  পাখিটা  ভালোবাসা
জানায় তাদের ভাষাতে।

খোকন সোনার দিন কাটে
রঙিন স্বপ্ন আশাতে।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।