ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

মেডেল মামা | রাহাত হোসেন

ছড়া/ইচ্ছেঘুড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
মেডেল মামা | রাহাত হোসেন

সমাজপতি নিজেই যখন
পেটান নিজের ঢোল
তাল থাকে না লয় থাকে না
ফুটুক যতোই বোল।
হেন করেছি তেন করেছি
বলে যখন চেঁচায়
সবার সাথে ঠোঁট বাঁকিয়ে
হাসে হুতুম পেঁচায়।


শাবাশ শাবাশ বলে বলে
কেউবা করে ঠাট্টা
কেউবা আবার হাত বাড়িয়ে
পিঠেই মারে গাট্টা।
সমাজপতি এসব করেই
সোনার মেডেল পায়
তাই না দেখে কেউবা রাগে
কেউ করে হায় হায়।
কেউবা বলে ঢের হয়েছে
এবার ওরে থামা
মিষ্টি হেসে কেউবা তারে
ডাকে মেডেল মামা!
এই মামারাই মডেল এখন
মোদের সমাজের
পদে পদে তাইতো সবাই
টানছি অনেক জের।
দোহাই মামা এবার থামো
ঢোলটা করো বন্ধ
হাটেই হাঁড়ি ভাঙবো না হয়
নয় জনতা অন্ধ।



বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।