ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাবার সাথে রাগ | সুব্রত চৌধুরি

ইচ্ছেঘুড়ি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৪
বাবার সাথে রাগ | সুব্রত চৌধুরি

ঘুমিয়ে আছে রাতের আকাশ, চাঁদ রয়েছে জেগে
ঘুম আসে না খুকুর চোখে, বাবার ওপর রেগে ।
খুকুর ছিল বাবার কাছে কত্তরকম বায়না
লাল টুকটুক শাড়ি- পুতুল, পুতির মালা- আয়না।



আকাশপানে তাকিয়ে খুকু,  তারা গোনে  ওই
চাঁদের বুড়ি শুধোয় তাকে, খুকি গেলি কই?
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে, রাজপুত্র এক অচিন
ঢাল- তলোয়ার হাতে, পোশাক ঝলমলে রঙিন।

রাজপুত্র শুধোয় তাকে,  বন্ধু হবে মোর?
হাত বাড়িয়ে দাওনা তবে, দাও খুলে দাও দোর।
যেইনা খুকু হাত বাড়ালো, অবাক হবার পালা
খুকুর গলায় দেয় পরিয়ে বেলি ফুলের মালা।

ধড়ফড়িয়ে উঠে দেখে, চোখ যে পিটিপিটি
বাক্স হাতে দাঁড়িয়ে বাবা, হাসছে মিটিমিটি।
তাইনা দেখে রাগটা খুকুর, মোমের মতো গলে
মিছেমিছি বাবার সাথে রাগ করা কী চলে?

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, জুন ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।