ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

দেশ এখন দ্বিখণ্ডিত নেইমার আর মেসিতে | আলেক্স আলীম

. | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৪
দেশ এখন দ্বিখণ্ডিত নেইমার আর মেসিতে | আলেক্স আলীম নেইমার / মেসি

। এক।



দিনে রাতে বল খেলছি
টান পড়ছে পেশীতে
দেশ এখন দ্বিখণ্ডিত
নেইমার আর মেসিতে!
কেউ মাখছে হলুদ গায়ে
কেউ মাখছে নীল
মন তো সবার খেলার মাঠে
ফাঁকা মতিঝিল!
। দুই।

ব্রাজিলের সাম্বা নাচে
চোখ ধাঁধানো শট
বাংলাদেশে বৃষ্টি উধাও
টেম্পেরেচার হট!
। তিন।

আত্মঘাতী গোলে
রিও'র হৃদয় দোলে
ক্ষেপেছে নেইমার
মটকে দিলো ঘাড়!

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।