ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান

বাড়ির আঙিনায় ফুলের বাগান করা অনেকেরই শখ। কেউ আবার জায়গার অভাবে এক চিলতে বারান্দা বা ছাদই বেছে নেন বাগান করার জন্য।

অনেক শৌখিন প্রকৃতিপ্রেমীর রয়েছে বড় বড় ফুলবাগান।
তবে সব বাগানকেই হার মানাবে ‘দুবাই মিরাকল গার্ডেন’। অবশ্য হবে নাই বা কেন? এটাই যে বিশ্বের সবচেয়ে বড় ফুলবাগান।


দুবাইয়ের এ বাগানটির আয়তন ৭২ হাজার বর্গমিটার। এখান রয়েছে ৪৫ মিলিয়নেরও বেশি ফুল। সেসব ফুলের অনেকগুলোই আবার এ অঞ্চলে প্রথম লাগানো হয়েছে।
বাগানটিকে সাজানো হয়েছে নানা রকম রঙিন ফুলের গাছ লাগিয়ে। ফুলগাছগুলোকে তারা, হার্ট, গাড়ি, ইগলু, পিরামিডসহ বিভিন্ন আকৃতি দিয়েছে।


বিভিন্ন ঋতুতে বিভিন্ন ফুল লাগানো হবে এ বাগানে। ফলে দর্শনার্থীরা বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে দেখতে পারবেন দুবাই মিরাকল গার্ডেনকে।
অসাধারাণ এ বাগানটি তৈরি করেছে আকার নামক একটি কোম্পানি।  


গত বছর ভালোবাসা দিবসে বাগানটির আনুষ্ঠানিক উদ্বোধন হলেও এখনো বেশ কিছু কাজ বাকি আছে। এখানে রেস্টুরেন্ট, শপিং আউটলেট ইত্যাদি স্থাপন করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।


দুবাই মিরাকল গার্ডেন খোলা থাকবে অক্টোবর থেকে মে মাসের শেষ পর্যন্ত। সাপ্তাহিক কার্যদিবসগুলোতে সকাল ১০টা থেকে রাত ১০টা এবং সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে সকাল ১০টা থেকে মাঝরাত পর্যন্ত খোলা থাকে এ বাগান।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।