ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নীল তারকার ঢেউখেলার মাঠ ভাধু দ্বীপ

যারিন রাফা দিয়া | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪
নীল তারকার ঢেউখেলার মাঠ ভাধু দ্বীপ

মালদ্বীপ দ্বীপপুঞ্জের একটি বিষ্ময়কর দ্বীপের নাম ভাধু। ভাধু দ্বীপটি পৃথিবীর স্বর্গ হিসেবেই পরিচিত।




কিন্তু অকল্পনীয় প্রাকৃতিক সৌন্দর্যের নিদর্শন, ভাধুু দ্বীপের রাতগুলো যেনো অপেক্ষা করে আরও অনেক বিষ্ময় নিয়ে।


রাতের বেলা যখন ভাধু দ্বীপের তীরে আছড়ে পড়ে সাগরের ঢেউ, তখন মনে হয় যেনো আয়নার মতো স্বচ্ছ পানিতে প্রতিফলিত হচ্ছে রাতের আকাশের অসংখ্য উজ্জ্বল তারা।


আবার কখনো কখনো মনে হয় বুঝি আকাশের তারাগুলো সব নেমে এসেছে ভাধু দ্বীপের তীরে।


নীল রঙের প্রদীপ্ত এই আলোর কনাগুলোর রহস্য আর কিছুই নয়, এগুলো মূলত এক জাতীয় সামুদ্রিক আনুবীক্ষণিক উদ্ভিদ (ফাইটোপ্ল্যাঙ্কটন) বিশেষ। এই উদ্ভিদগুলোকে বিজ্ঞানের ভাষায় বায়লুমিনেসেন্ট বলা হয়। এই ধরনের উদ্ভিদ আলো উৎপাদন করে ও তা নির্গমনও করতে পারে।  

এই ফাইটোপ্ল্যাঙ্কটগুলো নিজের উৎপাদিত নিল রঙের আলো বিকিরণ করে। নীল আলোর ফিনকি ছড়িয়ে এই প্রজাতিটি বিশ্বের সবচেয়ে সুন্দর ও অসাধারণ প্রাকৃতিক আলোর খেলার নিদর্শন তৈরি করে চলেছে হাজার বছর ধরে রাতের আলো আঁধারিতে মালদ্বীপের ভাধু দ্বীপের তীরে। এই দ্বীপ্তি যেনো স্বর্গীয় সৌন্দর্যের এক অপরূপ প্রতিরূপ।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।