ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

নাট্যাচার্য সেলিম আল দীন

মীম নোশিন নাওয়াল খান, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
নাট্যাচার্য সেলিম আল দীন

বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার সেলিম আল দীন।   তিনি খ্যাত নাট্যাচার্য নামেও।

স্বাধীনতার পর বাংলাদেশের নাট্য আন্দোলনে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে সেলিম আল দীনের নামটি থাকবে প্রথম সারিতেই।

এগুলো শুনে এই মানুষটি সম্পর্কে আরো কিছু জানতে ইচ্ছে হচ্ছে তো? ঠিক আছে। চলো জেনে নিই তার ব্যাপারে আরো কিছু তথ্য।

১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সেনেরখিল গ্রামে জন্ম সেলিম আল দীনের। বাবা মফিজউদ্দিন আহমেদের চাকরিসূত্রে শৈশবে বিভিন্ন জেলায় ঘুরেছেন। সেই সূত্রে বিভিন্ন স্কুলে পড়েছেন তিনি। মঙ্গলকান্দি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি ও ফেনী কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন সেলিম আল দীন।

পরবর্তীতে তা ছেড়ে ভর্তি হন টাঙ্গাইলের করোটিয়ার সাদত কলেজে। তারপর আবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিও করেছে তিনি।

ছোটবেলা থেকেই বই পড়তে খুব পছন্দ করতেন সেলিম আল দীন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর লেখক হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ১৯৬৮ সালে প্রথম লেখা প্রকাশিত হয় ‘দৈনিক পাকিস্তান’ পত্রিকায়।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই সেলিম আল দীন যোগ দেন ঢাকা থিয়েটারে। পড়াশোনা শেষে কপি রাইটার হিসেবে একটি বিজ্ঞাপন সংস্থায় যোগ দিয়েছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাহের প্রভাষক ছিলেন এ গুণী মানুষটি।

সেলিম আল দীন এ দেশের একমাত্র বাংলা নাট্যকোষের প্রণেতা আদিবাসীদের জীবনাচরণকেন্দ্রিক এথনিক থিয়েটারের উদ্ভাবক। তার প্রচেষ্টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠা।

সেলিম আল দীন বাংলাদেশের একজন গুণী নাট্যকার ছিলেন। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে জন্ডিস ও বিবিধ বেলুন, বাসন, মুনতাসির, শকুন্তলা, কীত্তনখোলা,  যৈবতী কন্যার মন, চাকা, হাতহদাই, বনপাংশুল, স্বর্ণবোয়াল, নিমজ্জন উল্লেখযোগ্য। ‘চাকা’ নিয়ে নির্মিত হয়েছে সিনেমা।

কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পুরস্কার পেয়েছেন সেলিম আল দীন। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৮৪) কথক সাহিত্য পুরস্কার (১৩৯০ বঙ্গাব্দ), একুশে পদক (২০০৭), জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১৯৯৩), শ্রেষ্ঠ টেলিভিশন নাট্যকার (১৯৯৪) জাতীয় চলচ্চিত্র পুরস্কার (একাত্তরের যীশু, শ্রেষ্ঠ সংলাপ) ১৯৯৪।

সেলিম আল দীন ২০০৮ সালের ১৪ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তার প্রতি ইচ্ছেঘুড়ির পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।