ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

আলোর প্রজাপতি

পূর্ণা রায় ভৌমিক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৪
আলোর প্রজাপতি

জানালা দিয়ে তাকিয়ে আছে মুনিয়া। রাতের আঁধার দূর হয়ে সবে ভোরের আলো ফুটে উঠেছে।

খোলা জানালায় আরো বেশি আলো কেন? চোখ বড় বড় করে মুনিয়া দেখছে, একটা বিশাল আকৃতির আলোর বেলুন। কি অদ্ভুত!

বেলুন থেকে বেরিয়ে আসছে ঝাঁকে-ঝাঁকে আলোর প্রজাপতি। রংবেঙের পাখা। যেন আতশবাজির খেলা। ওমা একি! এরা হেলে দুলে নেচে নেচে সবাই ঢুকে পড়েছে মুনিয়ার ঘরে। ঘর ভরে উঠলো আলো আর আলোয়। লাল আলো, নীল আলো, হলুদ আলো, সবুজ আলো, কমলা আলো, বেগুনি আলো, সাদা আলো, সোনালী আলো, রুপালি আলো। আলো, আলো আর আলো!

আলোর ঝলকানি নিয়ে প্রজাপতিগুলো ঘরময় ঘুরে ঘুরে মুনিয়াকে নিয়ে নাচতে শুরু করল, সাথে গাইছে মধুর মধুর গান। মুনিয়াকে একটা সিংহাসনে বসতে দিল। আর মাথায় দিল রুপোর তাজ। অনেক আদর করল আলোর প্রজাপতিরা।

মুনিয়ার মুখ দিয়ে কথা বেরুচ্ছে না। নাচ, গান আর আদরের পর, এবার প্রজাপতিদের কাছে মুনিয়া জানতে চাইল, কে তোমরা? তোমরা কেন আমায় এত আদর করলে?

প্রজাপতিরা তো হেসেই কুটি কুটি! ওমা তুমি জানো না? আমরা সুপার পাওয়ারের দূত। ‘সুপার লাইট বেলুন’ চড়ে আমরা ঘুরে বেড়াই, তোমাদের ভালো কাজের পুরস্কার দেবার জন্য। তুমি গতরাতে একটি ভালো কাজ করেছ। তারই পুরস্কার দিতে চলে এলাম তোমার ঘরে।

মুনিয়া অবাক চোখে তাকাল। কি করেছি! প্রজাপতি বলল, কেন ভুলে গেলে? গতরাতে তোমাদের বাড়ির কুসুমকে তোমার খাবারের ভাগ দাও নি? মুনিয়ার মনে পড়ল। বাড়িতে কাজ করে, ওর মতোই মেয়েটি ‘কুসুম’। ওর ভালো বন্ধু। গতরাতে মা যখন মুনিয়ার খাবারে ডিম দিলেন, কুসুমকে দিলেন মাছ। কাঁটা বেছে খেতে পারছিল না কুসুম। মুনিয়া তখন অর্ধেকটা ডিম তুলে দিল কুসুম এর প্লেটে। হেসে উঠল কুসুম। এ-আর এমন কি ভালো কাজ?

প্রজাপতিরা বলল, মনে পড়ল! আমরা এখনই যাবো। তোমার মতো আরো অনেককে খুঁজে বের করতে হবে। এবার তাহলে আসি? হাত নেড়ে বিদায় জানাল মুনিয়া। কি মজা! এত সুন্দর! এত অদ্ভুত ’সুপার লাইট বেলুন’! আজ  স্কুলে গিয়েই টুসি,মহুয়া, পিয়াল, সিমি আরও সব বন্ধুদের বলতে হবে। মুনিয়া হিংসা করে না, তাই পেল ’সুপার লাইট’ পুরস্কার।

ইচ্ছেঘুড়িতে লেখা পাঠান এই মেইলে: [email protected]

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৪
এএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।