ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

শিশু হতাহতে অ্যাকশন এইডসহ ৬ সংগঠনের উদ্বেগ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
শিশু হতাহতে অ্যাকশন এইডসহ ৬ সংগঠনের উদ্বেগ

ঢাকা: চলমান রাজনৈতিক সহিংসতায় শিশু হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শিশুদের নিয়ে কাজ করা ৬টি বেসরকারি সংগঠন।

রোববার এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিদাতা সংগঠনগুলো হচ্ছে- প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্য চিল্ড্রেন ইন্টারন্যাশনাল, একশনএইড বাংলাদেশ, জাতীয় কন্যাশিশু এডভোকেসি ফোরাম, তেরে দে হোমস্ এবং চাইল্ড রাইটস্ গভার্নেন্স এসেম্বলি।

এতে একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি গত এক মাসের অবরোধ সহিংসতায় ৪ শিশু নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় ১০ শিশু। সর্বশেষ গত ৯ ডিসেম্বর সিরাজগঞ্জের সদর উপজেলার বহুলী বাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ সুমন নামে ১০ বছরের এক পথচারী শিশু নিহত হয়েছে।

এছাড়া আহত অনেক শিশুর ক্ষেত্রে অঙ্গহানি হচ্ছে যা থেকে স্থায়ী পঙ্গুত্বের আশংকা দেখা দিচ্ছে। আর শিশু হতাহতের এ ধরণের সংবাদ গণমাধ্যমে প্রচার হওয়ায় তা অনেক শিশুর মনেই বিরূপ প্রভাব ফেলছে।

এতে আরও বলা হয়, আইনের সুষ্পষ্ট বিধান থাকা সত্ত্বেও আজ পর্যন্ত ঘটে যাওয়া এ সকল সহিংস অপরাধের ক্ষেত্রে আমরা অপরাধীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি হতে দেখিনি। শিশুদের সুরক্ষায় আশু পদক্ষেপ নিতে আমরা রাষ্ট্রের তৎপর ভূমিকা আশা করি।

আমরা দৃঢ়ভাবে বলতে চাই, এ ধরনের ঘটনা একেবাররেই অগ্রহণযোগ্য। বাংলাদেশের মত একটি প্রগতিশীল দেশে যেখানে শিশুরাই দেশের ভবিষ্যত, সেখানে এমন সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড শিশুদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ানোর মত ঘটনা দুর্ভাগ্যজনক। এ ধরনের কর্মকাণ্ডকে প্রতিহত করতে সকল রাজনৈতিক দলগুলোকে অবশ্যই জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে।

পাশাপাশি স্কুল, খেলার মাঠ, শিশু ও তাদের অভিভাবকের জন্য স্কুলে যাওয়া-আসার পথ সহিংসতার আওতামুক্ত রাখা, সহিংস ঘটনায় অংশ নিতে কোন শিশুকে অর্থ প্রদান থেকে বিরত থাকাসহ যে সকল শিশু এরইমধ্যে সহিংসতার শিকার হয়েছে তাদের যথাযথ উন্নত চিকিৎসার দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া অবরোধ- সহিংসতায় আর একটি শিশুও যেনো হতাহতের শিকার না হয় সে ব্যাপারে জাতীয় মানবাধিকার কমিশন শক্তিশালী ভূমিকা রাখবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৩
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।