ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ভিন্ন মানুষের ভিন্ন মত

সৈয়দ রিয়াদ হোসেন আকাশ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১০
ভিন্ন মানুষের ভিন্ন মত

একদেশ একটি বুড়ো ও তার ছেলে বাস করতো। ছেলেটির নাম ছিল তপু।

বাবা ও ছেলে মিলে একদিন একটি গাধা বিক্রি করতে হাটে যাচ্ছিল। এমন সময় রাস্তায় এক মেয়ের সঙ্গে দেখা হলো। মেয়েটি বললো ‘এই যে, আপনার লজ্জা করে না? আপনি আপনার ছোট ছেলেটিকে হাটিয়ে নিয়ে যাচ্ছেন, ছি!’ তখন বুড়ো লোকটি তার ছেলেকে গাধার পিঠে বসিয়ে নিয়ে আবার হাটের উদ্দেশ্যে রওনা দিল। কিছু দূরে যাওয়ার পর আরেকজন লোকের সঙ্গে তাদের দেখা হলো। লোকটি বলল, ‘এই ছেলে তোমার বুড়ো বাবাকে হাটিয়ে নিয়ে যাচ্ছো, তার কষ্ট হচ্ছে না। ’ তখন ছেলেটি তার বাবাকে গাধার পিঠে বসালো এবং বাবা ও ছেলে গাধার পিঠে বসে হাটে যাওয়া আবার শুরু করলো। এমন সময় দেখা হলো এক দোকানদারের সঙ্গে। দোকানদার তাদের দেখে বললো ‘ছি ছি আপনাদের লজ্জা করে না! একটা দুর্বল প্রাণীর পিঠে চড়ে যাচ্ছেন। ’ তখন বাবা ও ছেলে মাঝারি মাপের দুইটি বাঁশের সঙ্গে গাধাকে বেধে কাঁধে করে হাটে নিয়ে গেল। এই অবস্থা দেখে চারদিকে হাসাহাসির রোল পড়ে গেলো।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।