ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

ফেনীতে চলছে শিশুদের জন্য ৩ দিনব্যাপি বিজয় উৎসব

আব্দুল্লাহ হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১০
ফেনীতে চলছে শিশুদের জন্য ৩ দিনব্যাপি বিজয় উৎসব

‘বিজয়ের চেতনায় দেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে ফেনীতে চলছে শিশুদের জন্য ৩ দিনব্যাপি বিজয় উৎসব। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজয় উৎসব চলবে।

মহান বিজয় দিবস উপলক্ষে শিশুদের জন্য এই বিজয় উৎসবের আয়োজন করেছে ফেনী ছাত্র ও যুব সমিতি।

উদ্বোধনী দিনে শিশুদের আগুনের পরশমনি, স্পার্টাকার্স ৭১, একাত্তরের যীশু, জয়যাত্রা চলচ্চিত্র দেখানো হয়।

উৎসবে বইমেলা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনী, সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ, মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য প্রতিযোগিতা, তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। যা শিশুসহ সবার জন্য উন্মুক্ত।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।