ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

বাংলানিউজ-এর উদ্যোগে বাগেরহাটে ইভটিজিংবিরোধী মানববন্ধন

এম আকবর টুটুল, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১০
বাংলানিউজ-এর উদ্যোগে বাগেরহাটে ইভটিজিংবিরোধী মানববন্ধন

বাগেরহাট: ব্যাপক জনঅংশগ্রহণের মধ্য দিয়ে বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর শিশু বিভাগ ‘ইচ্ছেঘুড়ি’র উদ্যোগে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে ইভটিজিংবিরোধী মানববন্ধন।

মঙ্গলবার সকাল ১০টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে শহীদ মিনার রোডে মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ আকরাম হোসেন।



মানববন্ধনে অংশ নিয়ে জেলা প্রশাসক বলেন, ‘আইন আছে কিন্তু, প্রয়োগ নেই। আইনের সহযোগিতায় ইভটিজিং বন্ধ করা সম্ভব। ’

ইভটিজিংবিরোধী মানববন্ধনের আয়োজন করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে বাংলানিউজকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট সাংস্কৃতিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর ফজলে সাঈদ ডাব্লু, বাগেরহাট প্রেসকাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহ আলম টুকু, সরকারি পিসি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এবিএম মোশাররফ হোসাইন, পৌর ওয়ার্ড কাউন্সিলর কাজী গোলাম মোস্তফা লাভলু প্রমুখ।

মানববন্ধনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, শিক্ষক-সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।