ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইচ্ছেঘুড়ি

খুকুর পড়া

মাহমুদ মেনন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
খুকুর পড়া

হচ্ছে শেখা ক...খ
হচ্ছে শেখা ছড়া,
শুরু এবার হলো তবে
খুকুর লেখাপড়া।

যাচ্ছে খুকু স্কুলে রোজ
বাড়ির কাজও আছে,
বড়ই কঠিন হচ্ছে মনে
ওসব খুকুর কাছে।



তবুও সে করছে পড়া
নতুন নতুন শব্দ ছড়া।

তাতেও কি আর পাচ্ছে ছাড়া
এই বড়দের কাছে?
একটা পড়া শেষ করতেই
আরও পড়া আছে...

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।