ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যুতে রওশন-জিএম কাদেরের শোক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
রাষ্ট্রপতির ছোট ভাইয়ের মৃত্যুতে রওশন-জিএম কাদেরের শোক

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ ক‌রে‌ছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

শুক্রবার (১৭ জুলাই) গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় এ শোক প্রকাশ করেন তারা।

শোক বার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, আবদুল হাই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন, রেখেছেন অসামান্য অবদান।

মুক্তিযুদ্ধে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে আবদুুল হাই যথেষ্ট দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একজন আদর্শবান মানুষ হিসেবে প্রয়াত আবদুল হাই শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অপর এক শোকবার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মরহুমার বি‌দেহী আত্মার মাগ‌ফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মুক্তিযোদ্ধা আবদুল হাই করোনা ভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সোয়া ১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।