ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

মানিকগঞ্জে লাঙ্গল প্রতীকে এসএম মান্নানের মনোনয়ন জমা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৮
মানিকগঞ্জে লাঙ্গল প্রতীকে এসএম মান্নানের মনোনয়ন জমা মনোনয়ন জমা দিচ্ছেন এসএম আব্দুল মান্নান, ছবি: বাংলানিউজ

মানিকগঞ্জ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে থেকে লাঙ্গল প্রতীকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এসএম আব্দুল মান্নান।

বুধবার (২৮ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌসের কাছে মনোনয়ন জমা দেন তিনি। এসময় জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আব্দুল মান্নান জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০০৮ সালে মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর ও মানিকগঞ্জ সদরের তিনিটি ইউনিয়ন) থেকে বিএনপি প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য হন তিনি।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৮
কেএসএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।