ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

জাতীয় পার্টি সন্তোষজনক আসন পাবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৮
জাতীয় পার্টি সন্তোষজনক আসন পাবে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে ফেনী জেলা নেতাদের সঙ্গে মতবিনিময়

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, জাতীয় পার্টি সন্তোষজনক আসন পাবে। মহাজোটের আসন বন্টন নিয়ে হৃদ্যতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে।

শনিবার (২৪ নভেম্বর) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-০৩ আসনর জাতীয় পার্টির প্রার্থী লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে ফেনী জেলার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
 
রুহুল আমিন হাওলাদার বলেন, আসন বন্টন নিয়ে মহাজোটের আলোচনা আরো চলবে।

স্বল্প সময়ের মধ্যেই মহাজোটর প্রার্থী তালিকা প্রকাশ করা সম্ভব হবে। জাতীয় পার্টি সন্তোষজনক আসন পাবে।
 
ফেনী জেলা জাতীয় পার্টি সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য লেফটেনেন্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, সুনীল শুভ রায়, এসএম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৮
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।