ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয় পার্টি

প্রথম দিনেই জাতীয় পার্টির ৫৫৩ মনোনয়নপত্র বিক্রি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৮
প্রথম দিনেই জাতীয় পার্টির ৫৫৩ মনোনয়নপত্র বিক্রি

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে জাতীয় পার্টি। রোববার (১১ নভেম্বর) উদ্বোধনী দিনে ৫৫৩টি মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি।

রোববার বিকেলে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির অংশগ্রহণে নির্বাচন উৎসবমূখর হবে।

আশা করছি, নির্বাচনে এমন পরিবেশ সৃষ্টি হবে, যাতে নির্বাচনের পরিবেশ এবং ফলাফল নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না।

জাতীয় পার্টির মহাজোটের সঙ্গে নির্বাচন করা নিয়ে আলোচনা চলছে। এ বিষয়ে দু’একদিনের মধ্যেই ঘোষণা দেওয়া হবে। রাজনীতির আকাশের অন্ধকার কেটে যাচ্ছে। সামনে সুন্দর আলোয়ে ঝলমলে দিনের প্রত্যাশা আমাদের। –যোগ করেন রুহুল আমিন হাওলাদার।

এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, আবদুস সবুর আসুদ, আবদুর রশীদ সরকার, চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল করিম ভূইয়া, ভাইস চেয়ারম্যান আলমগীর শিকদার লোটন, নুরুল ইসলাম নুরু, যুগ্ম-মহাসচিব গোলাম মোহাম্মদ রাজু, শফিকুল ইসলাম মধু, সম্পাদক মন্ডলীর সদস্য হেলাল উদ্দিন, সুলতান মাহমুদ, এমএ রাজ্জাক খান, গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৮
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।