ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

জাপার মনোনয়ন ফরম বিতরণ শুরু ১১ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
জাপার মনোনয়ন ফরম বিতরণ শুরু ১১ নভেম্বর

ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির (জাপা) মনোনয়নপত্র বিতরণ শুরু হবে আগামী শনিবার (১১ নভেম্বর)। 

বৃহস্পতিবার (৮ নভেম্বর) জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

সুনীল শুভ রায় জানান, শনিবার সকাল ১১টায় রাজধানীর ইমানুয়েলস কনভেনশন সেন্টারে মনোনয়ন বিতরণের উদ্বোধন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাপা চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, অাগামী ১৫ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ফরম বিক্রি হবে। মনোনয়ন পত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার টাকা। ১৬ নভেম্বর (শুক্রবার) পর্যন্ত জমা দেওয়া যাবে। ১৭ নভেম্বর (শনিবার) থেকে বিভাগীয়ভাবে সাক্ষাতকার নেওয়া করা হবে।

তিনি আরও জানান, ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সাক্ষাতকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় জাপার বনানী কার্যালয়ে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।

বাংলদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।