ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয় পার্টি

নাগেশ্বরী-ভূরুঙ্গামারী‌তে জাতীয় পার্টির শোভাযাত্রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৮
নাগেশ্বরী-ভূরুঙ্গামারী‌তে জাতীয় পার্টির শোভাযাত্রা জাতীয় পার্টির শোভাযাত্রা। ছবি: বাংলানিউজ

কু‌ড়িগ্রাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের নাগেশ্বরী-ভূরুঙ্গামারী উপ‌জেলায় জাতীয় পার্টি তা‌দের অবস্থান‌কে জানান দি‌তে বিশাল শোভাযাত্রা করেছে দলটির নেতাকর্মীরা। 

বুধবার (০৭ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে নাগেশ্বরী উপ‌জেলার ভিতরবন্দ চণ্ডীপুর থেকে শোভাযাত্রাটি বের হয়ে ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গায় অ‌য়ো‌জিত সমাবেশে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় অংশ নেয় ২ হাজার ৫০০ মোটরসাইকেল, পিকআপ, মাইক্রোবাস, জেএসসহ বিভিন্ন যানবাহনে প্রায় ১০ সহস্রাধিক মানুষ।

শোভাযাত্রা চলাকা‌লে নাগেশ্বরী বাসস্ট্যান্ডে উপ‌জেলা জাতীয় প‌র্টির দলীয় কার্যালয়ের সামনে ও ভূরুঙ্গামারী উপ‌জেলার ধলডাঙ্গা স্কুল মাঠে পথসভা করে নেতাকর্মীরা।  

এসময় বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য এ.কে.এম মোস্তাফিজুর রহমান, ভূরুঙ্গামারী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান, নাগেশ্বরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি ‌পৌর মেয়র আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আ.ম.প আনিছুর রহমান, রাশেদুন্নবী লালু, শাহ আলম, অধ্যক্ষ হাফিজুর রহমান মণ্ডল, আমজাদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৮
এফইএস/এপি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।