ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

কারবালার যুদ্ধে যারা শহীদ হন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
কারবালার যুদ্ধে যারা শহীদ হন

কারবালার প্রান্তরে হজরত হোসাইন (রা.) সহ সর্বমোট ৭২ জন বীর সৈনিক শাহাদত বরণ করেছিলেন। নিম্নে বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত ওই সব শহীদদের নাম উল্লেখ করা হলো-

নবী পরিবারের যারা শহীদ হন-
১. সাইয়্যেদানা হজরত হোসাইন বিন আলী (রা.)
২. হজরত আব্বাস বিন আলী (রা.)
৩. হজরত আবদুল্লাহ বিন আলী (রা.)
৪. হজরত ওসমান বিন আলী (রা.)
৫. হজরত মাহাম্মাদ বিন আবু সাঈদ বিন আকীল (রা.)
৬. হজরত আবদুল্লাহ বিন আযরত আবদুল্লাহ বিন আকীল (রা.)
৭. হজরত আবদুর রহমান বিন আকীল (রা.)
৮. হজরত জাফর বিন আকীল (রা.)
৯. হজরত আবদুল্লাহ বিন মুসলিম (রা.)
১০. হজরত মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন জাফর (রা.)
১১. হজরত আওন বিন আবদুল্লাহ (রা.)
১২. হজরত আলী আকবর বিন হোসাইন (রা.)
১৩. হজরত আলী আজগর বিন হোসাইন (রা.)
১৪. হজরত কাসেম বিন হাসান (রা.)
১৫. হজরত আলী বিন হাসান (রা.)
১৬. হজরত আবু বকর বিন হাসান (রা.) ও
১৭. হজরত ওবায়দুল্লাহ বিন হাসান (রা.)।


অন্যান্য শহীদগণ হলেন-
১. হজরত হেলাল বিন নাফে (রা.)
২. হজরত মোসলিম বিন আওয়াজাহ (রা.)
৩. হজরত ওয়াক্কাস বিন মালেক (রা.)
৪. হজরত আবদুল্লাহ বিন আমর (রা.)
৫. হজরত আবদুল্লাহ বিন সাঈদ (রা.)
৬. হজরত হানজালা বিন সাআদ (রা.)
৭. হজরত মালেক বিন ছারী (রা.)
৮. হজরত আমর বিন খালেদ (রা.)
৯. হজরত খালেদ বিন ওমর (রা.)
১০. হজরত শোয়াইব বিন হারিস (রা.)
১১. হজরত সাআদ বিন আবদুল্লাহ (রা.)
১২. হজরত বোরাহ বিন হামদানি (রা.)
১৩. হজরত ওয়াহহাব বিন আবদুল্লাহ (রা.)
১৪. হজরত হোর বিন ইয়াজিদ তামিমি (রা.)
১৫. হজরত আলী বিন হোর (রা.)
১৬. হজরত কাআব (রা.)
১৭. হজরত সাআদ বিন হানজাল (রা.)
১৮. হজরত যোয়াহের বিন হাসান (রা.)
১৯. হজরত সালমান (রা.)
২০. হজরত আবু তামামা (রা.)
২১. হজরত হাশেম বিন উতবাহ (রা.)
২২. হজরত আমর বিন জুনদুব (রা.)
২৩. হজরত বশির বিন আমর (রা.)
২৪. হজরত কাশেম বিন হাবিব (রা.)
২৫. হজরত যোহায়ের বিন কায়েস (রা.)
২৬. হজরত যোহায়ের বিন সালেম (রা.)
২৭. হজরত আনাস বিন সাআদ (রা.)
২৮. হজরত আসলাম বিন কাসির (রা.)
২৯. হজরত হাবিব বিন মোজাহের (রা.)
৩০. হজরত জাবালা বিন আলী (রা.)
৩১. হজরত নাঈম বিন আজলানা (রা.)
৩২. হজরত তাহের
৩৩. হজরত কায়েন বিন রাবী
৩৪. হজরত ইয়াজিদ বিন জিয়াদ
৩৫. হজরত আবদুল্লাহ বিন অারওয়াহ
৩৬. হজরত জুনুব বিন হাজার
৩৭. হজরত আবদুর রহমান বিন আরওয়াহ
৩৮. হজরত হোর রাবাছরীর
৩৯. হজরত হাসান বিন হারিস
৪০. হজরত সাঈদ বিন আবদুল্লাহ
৪১. হজরত আম্মার বিন হাসান
৪২. হজরত কাসেদ বিন যোহায়ের
৪৩. হজরত মাজমা বিন আবদুল্লাহ
৪৪. হজরত কারদাদ বিন যোহায়ের
৪৫. হজরত হাজ্জাজ বিন মারদাদ
৪৬. হজরত কাতাবায বিন আফিফ
৪৭. হজরত যোহায়ের বিন বশীর
৪৮. হজরত জারমা বিন মালেক
৪৯. হজরত ছহিফ বিন মালেক
৫০. হজরত সালেম
৫১. হজরত ওমর বিন সিনা।
৫২. হজরত আমেরা বিন মোসলেম
৫৩. হজরত ইয়াজিদ বিন শায়েছ ও
৫৪. হজরত আবদুল্লাহ বিন শায়েছ।  

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।