ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মঙ্গলবার আখেরি মোনাজাতে শেষ হচ্ছে সাদ অনুসারীদের ইজতেমা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৯
মঙ্গলবার আখেরি মোনাজাতে শেষ হচ্ছে সাদ অনুসারীদের ইজতেমা মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতে শেষ হচ্ছে ইজতেমা/ বাংলানিউজ ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আয়োজিত সাদ অনুসারীদের ইজতেমা মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লির মাওলানা শামীম। সকাল ১০টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 

সাদ অনুসারী মো. হারুন বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে আখেরি মোনাজাতের আগে দিল্লির মাওলানা শামীম উর্দুতে হেদায়েতি বয়ানও করবেন।  

গত দুই দিন বিশ্ব ইজতেমা ময়দানে বয়ান শোনে ও ইবাদত-বন্দেগিতে দিন পার করছেন সাদ অনুসারী মুসল্লিরা।

আখেরি মোনাজাত শেষে প্রত্যেকে যার যার গন্তেব্যে ফিরে যাবেন।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) বাদ ফজর দিল্লির নিজামউদ্দিন মারকাজের মাওলানা মুরসালিন উর্দুতে বয়ান করেন। পরে বাংলাদেশের আব্দুল্লাহ মনসুর বাংলায় অনুবাদ করেন। এরপর তালিমের মুয়াল্লিমদের উদ্দেশ্যে উর্দুতে বয়ান করেন দিল্লির মুফতি রিয়াসদ আলী। বাদ জোহর উর্দুতে বয়ান করেন দিল্লির শাহজাদ এবং বাংলায় তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। বাদ আছর বয়ান করেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। বাদ মাগরিব উর্দুতে বয়ান করেন দিল্লির মুরুব্বি মাওলানা শওকত এবং বাংলায় অনুবাদ করেন মুফতি জিয়া বিন কাশেম।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৮
আরএস/এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।