ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

জমজম কূপের সংস্কার কাজ পরিদর্শনে মক্কার ডেপুটি গভর্নর

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৭
জমজম কূপের সংস্কার কাজ পরিদর্শনে মক্কার ডেপুটি গভর্নর জমজম কূপের সংস্কার কাজ পরিদর্শনে মক্কার ডেপুটি গভর্নর

পবিত্র কাবা চত্বরে অবস্থিত জমজম কূপের চলমান সংস্কার কাজ পরিদর্শন করলেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স আবদুল্লাহ বিন বান্দার বিন আবদুল আজিজ।

সোমবার (১৩ নভেম্বর) তিনি জমজম কূপের সংস্কার পরিদর্শন করেন। তিনি পুরো প্রকল্প ঘুরে ঘুরে দেখেন।

 

জমজম কূপের সংস্কার কাজ চলাকালে যাতে কোনো ওমরা পালনকারী কিংবা কাবা তাওয়াকারীর অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখার জন্যও বিশেষ নির্দেশনা প্রদান করেন ডেপুটি গভর্নর।
জমজম কূপের সংস্কার কাজ পরিদর্শনে মক্কার ডেপুটি গভর্নর
পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন মসজিদে হারামের প্রেসিডেন্ট ও প্রধান খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইসিসহ মক্কার উচ্চপদস্থ কর্মকর্তারা।  

উল্লেখ্য যে, সম্প্রতি জমজম কূপের সংস্কার শুরু করেছে সৌদি সরকার। দুই পবিত্র মসজিদের চেয়ারম্যান ও খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইসি জানিয়েছেন, জমজম কূপের মেরামতে প্রায় সাত মাসের মতো সময় লাগবে।

শুরু করা সংস্কার কাজ আগামী রমজানের আগেই শেষ হবে।

-সৌদি গেজেট অবলম্বনে

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, নভেম্বর ১৪,  ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।