ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

গোপালগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
গোপালগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: আম বয়ানের মধ্য দিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে তাবলীগ জামাত আয়োজিত তিন দিনব্যাপী জেলা ইজতেমা।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বাদ ফজর শুরু হওয়া এ ইজতেমায় বয়ান দেবেন দেশের শীর্ষস্থানীয় কয়েকজন আলেম ওলামা।

ইজতেমার আয়োকরা জানান, এরই মধ্যে ইজতেমায় যোগ দিতে ময়দানে জড়ো হয়েছেন বিভিন্ন এলাকা থেকে আসা তাবলিক জামাতের মুসল্লিরা।

ইজতেমাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ইজতেমার ময়দান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার।

গোপালগঞ্জ শহরের মরা মধুমতি নদীর তীরে ৪০একর জমির ওপর নির্মিত হাউজিং প্রকল্প মাঠে শুরু হওয়া এ ইজতেমা আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে শনিবার (১১ নভেম্বর)। এতে বয়ান দেবেন দেশের নামকরা কয়েকজন আলেম ওলামা।

গোপালগঞ্জের পাঁচ উপজেলাসহ আশপাশের কয়েকটি জেলার প্রায় ২লাখ মুসল্লি এ ইজতেমায় অংশ নিচ্ছেন। এরই মধ্যে প্যান্ডেল নির্মাণ, সামিয়ানা টাঙ্গানো, অজুখানা, পানি ও বাথরুমসহ সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

গোপালগঞ্জের পুলিশ সুপার মুহম্মদ সাইদুর রহমান খান জানিয়েছেন, নির্বিঘ্নে ইজতেমা শেষ করতে নিরাপত্তায় থাকবে পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।