ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

মসজিদে হারামের পরিচ্ছন্নতায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
মসজিদে হারামের পরিচ্ছন্নতায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ মসজিদে হারামের পরিচ্ছন্নতায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ

কাবা শরিফ পৃথিবীতে আল্লাহতায়ালার জীবন্ত নিদর্শন। সৃষ্টির আদিকাল থেকেই আল্লাহতায়ালা কাবাকে তার মনোনীত বান্দাদের মিলনমেলা হিসেবে কবুল করেছেন।

পবিত্র কাবার ভিত্তিপ্রস্তর হয়েছে শিরকমুক্ত নির্ভেজাল একত্ববাদের ওপর। কাবা শরিফ পৃথিবীর পবিত্রতম স্থান।

আর অপবিত্র কারও সেখানে প্রবেশ করার অধিকার নেই।  

কাবাগৃহের অন্যতম বৈশিষ্ট্য হলো- তা পৃথিবীর সর্বপ্রথম ও সুপ্রাচীন ঘর। কাবা শরিফ সমগ্র বিশ্বের স্তম্ভস্বরূপ, বিশ্বের ব্যবস্থাপনা ও বায়তুল্লাহর মধ্যে একটি নিবিড় যোগসূত্র রয়েছে। এ প্রসঙ্গে আল্লাহতায়ালা কোরআনে কারিমে ইরশাদ করেন, ‘আল্লাহ সম্মানিত গৃহ কাবাকে মানুষের স্থিতিশীলতা ও স্থায়িত্বের কারণ হিসেবে সৃষ্টি করেছেন। ’ -সূরা মায়েদা: ৯৭

ইসলামের অনেক গুরুত্বপূর্ণ ইবাদতের বিধান দেওয়া হয়েছে কাবাকে কেন্দ্র করেই। প্রতি ওয়াক্ত নামাজের আগে কাবা চত্বর ও মসজিদে হারাম নির্দিষ্ট ব্যবস্থায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।

তবে কাবার ভেতর পরিষ্কার করা হয় বছরের নির্দিষ্ট সময়ে। ওই কাজে সৌদি বাদশা, রাজ পরিবারের সদস্য, সৌদি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা অংশ নেন।  

আর বছরের অন্য সময় মসজিদে হারামের পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য নির্দিষ্ট পরিমাণ লোক রয়েছে। এর সংখ্যা হাজারের বেশি। মসজিদে হারাম পরিষ্কার করার কাজে সাধারণ পদ্ধতি ছাড়াও নিত্যনতুন প্রযুক্তি ও অত্যাধুনিক মেশিনারীর সাহায্য নেওয়া হয়।
মসজিদে হারামের পরিচ্ছন্নতায় প্রতিবন্ধীদের অংশগ্রহণ
অনেক হজ ও ওমরাপালনকারীদের ইচ্ছা থাকে মসজিদে হারামের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেওয়ার। সওয়াবের এ কাজে অংশ নিতে ও মনে ইচ্ছা পূরণে তারা পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিতদের সঙ্গে যোগাযোগ করলে প্রতীকীভাবে কিছু সময়ের জন্য ওই কাজে অংশ নেওয়ার সুযোগ পান।  

চলতি হজ মৌসুমের শুরুতে এমনই কয়েকজন সৌভাগ্যবান যুবক মসজিদে হারামের পরিষ্কার-পরিচ্ছন্নতায় অংশ নিয়ে মনের আশা পূরণ করেছেন। এই যুবকদের কেউ দৃষ্টি প্রতিবন্ধী, কেউ চলাফেরায় অক্ষম। তবে তাদের পরিচয় বিস্তারিতভাবে পাওয়া যায়নি।

হারামাইনের ফেসবুক পেইজে তাদের ছবি দিয়ে বলা হয়েছে, মসজিদে হারামের পরিচ্ছন্নতার কাজে অংশ নিলেন অন্ধ প্রতিবন্ধী ও যুবকরা।  

প্রকাশিত ছবির একটিতে দেখা যায়, পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত কর্মীরা দূরে দাঁড়িয়ে আছেন, তাদের বেষ্টনীতে দুই যুবক কাবার খুব কাছে মসজিদের হারামের চত্বর পরিষ্কার করছেন।  

আরেক ছবিতে দেখা যায়, এক প্রতিবন্ধী যুবক হুইল চেয়ারে বসে কাবার দরজার সন্নিকটে মসজিদের হারামের মেঝে মপ দিয়ে পরিষ্কার করছেন পরম তৃপ্তিতে। তাকে ঘিরে আছেন দর্শনার্থী ও পরিচ্ছন্ন কর্মীরা।  

তৃতীয় আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, একজন অন্ধ মসজিদের হারামের চত্বর পরিষ্কার করছেন। তাকে সহিযোগিতা করছেন আরেকজন।  

অবশ্য চলতি হজ মৌসুম উপলক্ষে হারামাইন শরিফাইনের প্রধান শায়খ ড. আবদুর রহমান সুদাইসের তত্ত্বাবধানে শুরু হয় বার্ষিক পরিচ্ছন্নতার কাজ। ওই কাজে মসজিদে হারামের পরিচ্ছন্নতার কাজে নিয়োগপ্রাপ্ত নিয়মিত কর্মীরা ছাড়াও সৌদি আরবে নিযুক্ত বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূত ও তাদের সন্তানরা অংশ নেন।

আরও পড়ুন
সুস্থ শরীরে হজ পালনে কিছু পরামর্শ
শাওয়াল মাসে ৩২ হাজার কিউবিক মিটার জমজমের পানি বিতরণ
মালয়েশিয়ায় ছোটদের হজ প্রশিক্ষণে ব্যাপক সাড়া
মক্কার দর্শনীয় কিছু স্থান
জেদ্দায় পৌঁছেছে প্রথম হজ-ফ্লাইট
ঢাকায় ফেরার পর প্রতি হাজিকে জমজমের ৫ লিটার পানি​
আল্লাহুম্মা লাব্বায়েকের ডাকে ঢাকা ছাড়লো ১ম ফ্লাইট
কাতারের নাগরিকদের হজ পালনে বাধা নেই
সংক্ষিপ্ত হজ গাইড: হজের কিছু বিশেষ স্থান ও পরিভাষা
সংক্ষিপ্ত হজ গাইড: হজের ধারাবাহিক কার্যক্রম
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের জন্য কিছু জরুরি পরামর্শ
সংক্ষিপ্ত হজ গাইড: মক্কায় পৌঁছার পর করণীয়
সংক্ষিপ্ত হজ গাইড: হজযাত্রীদের যা জানা আবশ্যক
নিবন্ধনের শেষদিন: হজের ১৫০ কোটা এখনও পূরণ হয়নি
মক্কা-মদিনায় প্রিয় নবী সা.-এর স্মৃতিময় কিছু স্থান
হজযাত্রীদের ট্রলি-ব্যাগ সরবরাহে অনিয়মে ছাড় নয়
সৌদির সঙ্গে সরাসরি হজ ফ্লাইট চায় ইসরাইল!
বেসরকারি হজযাত্রীদের ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে
হজের সময় সরকারি হজযাত্রীদের নিজ দায়িত্বে খেতে হবে
বাংলাদেশি হাজীদের স্বাস্থ্যসেবায় ২৬৭ সদস্যের দল ঘোষণা​
ইংল্যান্ড থেকে সাইকেলযোগে হজ পালনে যাত্রা শুরু
প্রতিবন্ধীকে কাবা তওয়াফে সহযোগিতার হৃদয়স্পর্শী ঘটনা
পবিত্র হজযাত্রায় যেসব উপকরণ সঙ্গে নিতে হবে
পবিত্র হজযাত্রার প্রস্তুতিতে যেসব বিষয় মনে রাখা দরকার
বদলি হজের বিধি-বিধান
২০১৮ সালের হজের প্রাক-নিবন্ধন শেষের পথে!
হজের সময় ইরানকে অস্থায়ী দূতাবাসের অনুমতি সৌদির
হাজীদের ট্রলি ব্যাগ দেবে এজেন্সি, তদারকি করবে হাব
২৪ জুলাই থেকে হজ ফ্লাইট, ১২ জুলাই থেকে টিকা
হাজীদের স্বস্তি দিতে বহুমাত্রিক ডিজিটাল ছাতা
সমুদ্রপথে পুনরায় হজ রুট চালু করবে ভারত


ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।