ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ইসলাম

বাক প্রতিবন্ধীদের পবিত্র কোরআন শেখাতে বিশেষ সফটওয়্যার

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
বাক প্রতিবন্ধীদের পবিত্র কোরআন শেখাতে বিশেষ সফটওয়্যার বাক প্রতিবন্ধীদের পবিত্র কোরআন শেখাতে বিশেষ সফটওয়্যার

বাক প্রতিবন্ধীরা নিজেদের মধ্যে মতবিনিময়ে সাধারণত ইশারা ভাষা ব্যবহার করে থাকেন।

সম্প্রতি মালয়েশিয়ার ইসলামি সায়েন্স ইউনিভার্সিটির একদল গবেষক বাক প্রতিবন্ধীদের জন্য ইশারা ভাষায় কোরআন শেখানোর জন্য বিশেষ একটি সফটওয়্যার বানিয়েছেন।  

যারা কানে কম শোনেন কিংবা বধির, তারা এই সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে খুব সহজে কোরআন শিখতে পারবেন।

কোরআন শিক্ষার সঙ্গে সঙ্গে সফটওয়্যারটি ব্যবহার করে ইবাদত-বন্দেগির নানা বিষয়ের জানা যাবে।  

বর্তমানে পরীক্ষামূলকভাবে সফটওয়্যারটি ব্যবহার করে কোরআন শিক্ষা ও ইবাদত-বন্দেগির বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার কাজ চলছে। সফটওয়্যারের পরীক্ষামূলক ব্যবহার সফলভাবে সম্পন্ন হলে তা বাণিজ্যিকভাবে অবমুক্ত করা হবে।  

ইসলামি সায়েন্স ইউনিভার্সিটির কোরআন ও সুন্নাহ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ রানুস বলেন, সফটওয়্যারটি নির্মাণ করতে ৭ হাজার ৮শ’ রিঙ্গিত (প্রায় ১৬শ’ ডলার) ব্যয় হয়েছে। যারা কানে কম শোনেন কিংবা একেবারে বধির, তাদের কথা চিন্তা করে এই সফটওয়্যারটি নির্মাণ করা হয়েছে।  

তিনি আরও বলেন, এই সফটওয়্যারের মাধ্যমে বধিররা খুব সহজভাবে কোরআন শিক্ষার পাশাপাশি ইসলাম ধর্মের প্রাথমিক রীতি-নীতি ও ইবাদত-বন্দেগির নিয়ম-কানুন সম্পর্কে অবগত হওয়ার ও শেখার সুযোগ পাবেন।  

সফটওয়্যারটি কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক ইনোভেশন ২০১৭-এ স্বর্ণ পদক লাভ করেছিল।

ইসলাম বিভাগে লেখা পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুলাই ১১, ২০১৭
এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।