ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করেছেন জাতিসংঘে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
পদত্যাগ করেছেন জাতিসংঘে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত গোলাম ইসাকজাই

আফগানিস্তানের সাবেক সরকারের জাতিসংঘে নিয়োগ করা রাষ্ট্রদূত গোলাম ইসাকজাই পদত্যাগ করেছেন।  

স্থানীয় সময় বুধবার (১৫ ডিসেম্বর) তিনি পদত্যাগ করেন।

 

বার্তা সংস্থা এএফপিকে এ খবর নিশ্চিত করেছেন জাতিসংঘের সহকারী মুখপাত্র ফারহান হক।

চলতি বছরের ১৫ আগস্ট কাবুল দখলের মাধ্যমে পুরো আফগানিস্তানের ক্ষমতা চলে যায় তালেবানের হাতে। পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তারা। সেই সরকারই এখন দেশ চালাচ্ছে।  

এখন অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশটি। জাতিসংঘে থাকা মিশনও আর কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এমন সময় পদত্যাগ করলেন জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূত গোলাম ইসাকজাই।

এর আগে নভেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নিয়েছিলেন ইসকজাই। সেখানে তিনি আফগানিস্তানের নতুন শাসকদের সমালোচনা করেন।  

জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস করে বলা হয়, জাতিসংঘে আফগানিস্তানের প্রতিনিধি কে হবেন, এই পদের জন্য কারা প্রতিদ্বন্দ্বী হবেন—এ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২১
জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।