ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গুঁড়িয়ে দেওয়া হলো ৬০০ ফুট উঁচু চিমনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
গুঁড়িয়ে দেওয়া হলো ৬০০ ফুট উঁচু চিমনি

কয়লা বিদ্যুৎ প্রকল্প ইতিহাসের সমাপ্তি টানল স্কটল্যান্ড। ৭০০ কেজি বিস্ফোরক ব্যবহার করে লংগনেট পাওয়ার স্টেশনের ৬০০ ফুট লম্বা চিমনি গুঁড়িয়ে দেওয়া হলো।

শুক্রবার (১০ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্কটল্যান্ডের সর্বশেষ কয়লা বিদ্যুৎ প্রকল্প ২০১৬ সালেই বন্ধ হয়ে যায়। ওই চিমনি দেশটির সবচেয়ে বড় স্থায়ী কাঠামো ছিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে ওই চিমনিকে স্থানীয়রা ‘ল্যান্ডমার্ক’ হিসেবে মনে করতেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে দেশটির ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন ৭০০ কেজি বিস্ফোরক চালু করেন। এরপর চিমনিটি গুঁড়িয়ে যায়।

এ বিষয়ে নিকোলা স্টারজন বলেন, ২০৪৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার জন্য স্কটল্যান্ড কাজ করে যাচ্ছে। প্রতীকী স্মারক হিসেবে আজকের এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্কটিশ পাওয়ারের মালিকানাধীন লংগনেট পাওয়ার স্টেশন শুধু স্কটল্যান্ডেই নয়, সমগ্র ইউরোপের মধ্যে সবচেয়ে বড় কয়লা বিদ্যুৎ প্রকল্প। ১৯৭০ সালে দেশটির এক চতুর্থাংশ বাড়ির বিদ্যুৎ চাহিদা মেটানো হতো এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ দিয়ে। প্রায় অর্ধশতক ধরে বিদ্যুৎ উৎপাদনের পর ২০১৬ সালে এই প্রকল্প বন্ধ করে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০২১
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।