ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আবারো উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১
আবারো উত্তপ্ত হয়ে উঠছে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে আলোচনা ব্যর্থ হলে ‘অতিরিক্ত পদক্ষেপের’ প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।  
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকির বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।

জেন সাকি বলেন, ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনা ব্যর্থ হলে প্রেসিডেন্ট বাইডেন সেক্ষেত্রে তার স্টাফদের প্রস্তুত থাকার নির্দেশ দেন এবং তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা অবশ্যই অন্য বিকল্প পদক্ষেপ গ্রহণ করবো। আমাদের কোনো পছন্দ না থাকলেও আমরা অতিরিক্ত পদক্ষেপ গ্রহণ করবো।

ইরানের পরমাণু কর্মসূচি প্রশ্নে সর্বশেষ দফার আলোচনা গত সপ্তাহে শুরু হয়েছে। এ বছরের গোড়ার দিকে ইরানের পরমাণু সংক্রান্ত আলোচনার অগ্রগতি থেমে যাওয়ায় এতে অংশগ্রহণ করা পশ্চিমা দেশগুলো তেহরানকে দায়ী করায় ৩ ডিসেম্বর এ আলোচনায় ভাটা পড়ে।  

এদিকে ৭ ডিসেম্বর নতুন করে ইরানের আট ব্যক্তি ও চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২১ 
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।