ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

নিখোঁজ প্লেন বিধ্বস্তের স্থান ‘শনাক্ত’, উদ্ধারে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
নিখোঁজ প্লেন বিধ্বস্তের স্থান ‘শনাক্ত’,  উদ্ধারে অভিযান ...

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়ে যাওয়া শ্রীবিজয়া এয়ারের উড়োজাহাজটির বিধ্বস্তের স্থান শনাক্ত করা গেছে, দাবি কর্তৃপক্ষের।

বোয়িং ৭৩৭ যাত্রীবাহী প্লেনটি শনিবার (০৯ জানুয়ারি) আনুমানিক ৬২ জন যাত্রী নিয়ে উড্ডয়নের চার মিনিটের মধ্যেই নিখোঁজ হয়।

ধারণা করা হচ্ছে, উড্ডয়নের পর এটি সাগরে বিধ্বস্ত হয়ে থাকতে পারে।

জাকার্তার সোকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্লেনটি ইন্দোনেশিয়ার ওয়েস্ট কালিমান্তনের পন্তিয়ানাকে যাচ্ছিলো।

নৌবাহিনীর সাহায্য নিয়ে প্লেনটির ধ্বংসাবশেষ উদ্ধারের জন্য সম্ভাব্য ওই স্থানে ইতোমধ্যে দশটিরও বেশি জাহাজ পাঠানো হয়েছে। একইসঙ্গে সেখান থেকে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা।

জাকার্তা পুলিশের একজন মুখপাত্র ইউসরি ইউনূস বলেন, অনুসন্ধান এবং উদ্ধারদলের কাছ থেকে দুটি ব্যাগ পাওয়া গেছে। একটিতে রয়েছে যাত্রীদের মালামাল। আর অন্যটিতে রয়েছে মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।