ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুম্বাই হামলার জন্য লাকভির বিচার দাবি যুক্তরাষ্ট্রের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
মুম্বাই হামলার জন্য লাকভির বিচার দাবি যুক্তরাষ্ট্রের

ঢাকা:  মুম্বাই হামলার জন্যও পাকিস্তানের জঙ্গী সংগঠন লস্কর-ই-তৈয়্যবার শীর্ষ নেতা জাকিউর রেহমান লাকভির বিচারের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার ( ৯ জানুয়ারি) রাত সাড়ে ৯ টায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিভাগ থেকে টুইটারে এ দাবি জানানো হয়।



এতে উল্লেখ করা হয়, পাকিস্তান সরকারের উচিত হবে সন্ত্রাসী কাজে অর্থ যোগানের পাশাপাশি জাকিউর রেহমান লাকভিকে সন্ত্রাসী হামলা বিশেষ করে মুম্বাই হামলার জন্য বিচারের মুখোমুখি করা।

উল্লেখ্য শুক্রবার (৮ জানুয়ারি) জঙ্গী ও সন্ত্রাসী কাজে অর্থ যোগানের অপরাধে লাকভিকে ৫ বছরের কারাদন্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে হামলার হোতা ছিলেন লাকভি।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১ 
টিআর/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।