ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ আটক করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
দক্ষিণ কোরিয়ার তেলবাহী জাহাজ আটক করেছে ইরান ছবি: সংগৃহীত

ঢাকা: দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইরান। ফলে দুই দেশের মধ্যে খারাপ সম্পর্ক তৈরি হয়েছে।

হরমুজ প্রণালীতে দক্ষিণ কোরিয়ার একটি তেলবাহী জাহাজ প্রবেশ করলে ইরানের বিপ্লবী গার্ড সেটা আটক করে।

বুধবার (০৬ জানুয়ারি) কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, জাহাজটি অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, এ নিয়ে কথা বলতে হরমুজ প্রণালীতে মোতায়েন দক্ষিণ কোরিয়ার সেনা সদস্যদের একটি প্রতিনিধি দল ইরানে গেছে।

ইরানের বিপ্লবী গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, পরিবেশ আইন লঙ্ঘন করার অভিযোগে ২০ জন ক্রুসহ হানকুক চেমি নামের জাহাজটি ওমান উপকূলের কাছ থেকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমআইএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।