ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সড়ক উন্নয়নে ভারতকে ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
সড়ক উন্নয়নে ভারতকে ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ছবি: সংগৃহীত

রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে নিরাপদ ও সবুজ জাতীয় সড়ক করিডোর তৈরির জন্য ভারতকে ৫০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ বিষয়ক একটি চুক্তি সই হয়েছে।

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভারত ও বিশ্বব্যাংক রাজস্থান, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ এবং অন্ধ্র প্রদেশ রাজ্যে নিরাপদ ও সবুজ জাতীয় সড়ক করিডোর তৈরির জন্য ৫০০ মিলিয়ন ডলারের প্রকল্পে সই করেছে।

প্রকল্পটি ভারতের সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়ের সক্ষমতা বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে।

বিশ্বব্যাংকের ভারতের কান্ট্রি ডিরেক্টর জুনাইদ আহমেদ বলেন, অর্থনৈতিক বিকাশের জন্য সংযোগ এবং টেকসই উন্নয়নের জন্য সংযোগ একটি দেশের বিকাশের গতিপথের দুটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি অগ্রাধিকারকে একত্রিত করে প্রকল্পটি ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।