ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় ৪ পাকিস্তানি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
ফ্রান্সে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকায় ৪ পাকিস্তানি গ্রেফতার ছবি: সংগৃহীত

গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফরাসি রম্য সাময়িকী শার্লি হেবদোর সাবেক কার্যালয়ে হামলা চালান এক পাকিস্তানি তরুণ। এতে দু’জন আহত হন।

এ ঘটনায় ফ্রান্সে চারজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

রয়টার্স এবং এএফপি জানায়, সন্ত্রাসী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে এ চারজনকে গ্রেফতার করা হয়।

ওই চারজন হামলার বিষয়টি জানতেন এবং হামলাকারীকে এ কাজ করতে উসকানি দিয়েছেন, এমন সন্দেহ করছে ফরাসি পুলিশ।

হামলার পরপরই হামলাকারী ২৫ বছর বয়সী জহির হাসান মাহমুদকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২০
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।