ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার সন্ত্রাসী সংগঠনের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
নাইজেরিয়ায় শিক্ষার্থীদের অপহরণের দায় স্বীকার সন্ত্রাসী সংগঠনের

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গত শুক্রবার একটি স্কুলে হামলার পর নিখোঁজ থাকা প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে অপহরণের দায় স্বীকার করেছে দেশটির সন্ত্রাসী সংগঠন বোকো হারাম।

এক অডিও বোকো হারাম এ দায় স্বীকার করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

নিখোঁজ শিক্ষার্থীদের প্রকৃত সংখ্যা এখনো পরিষ্কার নয়। নাইজেরিয়ার সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল জন এনেনচে জানিয়েছেন, প্রায় ৩৩৩ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

গত ১১ ডিসেম্বর কানকারা শহরের একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভারি অস্ত্রে সজ্জিত বন্দুকধারীরা গোলাগুলি চালিয়ে শিক্ষার্থীদের অপহরণ করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।