ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

গিলগিট-বালতিস্তানকে সামরিক সেনানিবাস করতে চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
গিলগিট-বালতিস্তানকে সামরিক সেনানিবাস করতে চায় পাকিস্তান

পাকিস্তান সরকার পাকিস্তান নিয়ন্ত্রিত গিলগিট-বালতিস্তান অঞ্চলকে সামরিক সেনানিবাসে রূপান্তর করতে চায় বলে জানিয়েছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজনৈতিক ও মানবাধিকার কর্মী ড. আমজাদ আইয়ুব মির্জা।

এ বিষয়ে তিনি জানিয়েছেন, পাকিস্তান গিলগিট-বালতিস্তান অঞ্চলকে সামরিক সেনানিবাসে রূপান্তর করতে চায়।

এজন্য সম্প্রতি সেখানে দেশটি ৬০ জন সন্যসহ প্যারা-মিলিটারি প্রেরণ করেছে।

তিনি বলেন, আমরা জানি যে এই অঞ্চলের চালাস এবং নলটারের মাঠ এখন ধূ ধূ মাঠ হয়ে গেছে। অতীতে সেনাবাহিনী এই জমিতে নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল, কিন্তু স্থানীয়রা তখন প্রতিবাদ করেছিল। এখন সেনাবাহিনী এবং সরকার আবারও সেই চেষ্টায় করছে।

তথ্যসূত্র: এএনআই

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।