ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারতের উত্তর প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
ভারতের উত্তর প্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২০

ঢাকা: ভারতের উত্তর প্রদেশের কানৌজ জেলায় যাত্রাবাহী ডাবলডেকার স্লিপার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে দিল্লি-কানপুর হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।  

সংঘর্ষের পর বাস-ট্রাক দু’টিতেই আগুন ধরে যায়।

ট্রাকটিতে দাহ্য পদার্থ ছিল বলে ধারণা করা হচ্ছে।

কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল জানান,  বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। ২১ জনকে নিরাপদে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ২০ জনের মৃত্যুর খবর জানানো হলেও কারও নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে ঠিক কতজন এ দুর্ঘটনায় আক্রান্ত হয়েছেন তার সঠিক তথ্য এখনও মেলেনি।

বাংলাদেশ সময়: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।