ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরান 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় ইরান 

ঢাকা: সোলেমানি হত্যা কেন্দ্র করে ইরান-যুক্তরাষ্ট্র টানাপড়েনের মধ্যে নতুন করে নিষেধাজ্ঞা জারি করলো ট্রাম্প সরকার। ইরাকে মার্কিন সেনার উপর তেহরানের হামলার ফলস্বরূপ এ নিষেধজ্ঞা জারি করা করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্টিভ মিউচিন।

শুক্রবার (১০ জানুয়ারি) মিউচিন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নতুন পদক্ষেপগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যে ‘অস্থিতিশীল’ কার্যক্রমে জড়িত ইরানের আট জ্যেষ্ঠ কর্মকর্তা ও মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাকে টার্গেট করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন নিষেধাজ্ঞায় মূলত ইরানের শিল্পখাতকে টার্গেট করা হয়েছে। এছাড়া দেশটির বস্ত্র, খনি, নির্মাণ, ইস্পাত ও লোহা শিল্পের মতো খাতগুলো নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

ইরানকে বিশ্বজুড়ে সন্ত্রাসীদের মদদদাতা হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ঘাঁটি ও সেনাদের হুমকিতে ফেলার জন্য দায়ী করা হয় ইরানকে।

গত কয়েকদিন ধরেই ইরানকে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে আভাস দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।