ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের বর্ধমান রেলস্টেশনে ধস, আটকা পড়েছেন অনেকেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
পশ্চিমবঙ্গের বর্ধমান রেলস্টেশনে ধস, আটকা পড়েছেন অনেকেই

ভারতের পশ্চিমবঙ্গে বর্ধমান রেল স্টেশনের একাংশ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে অনেকেই আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে এ তথ্য জানা যায়।

 

পূর্বাঞ্চলীয় রেলওয়ের মুখপাত্র জানান, শনিবার রাত ৮:১০ মিনিটে বর্ধমান রেলস্টেশন ভবনের একাংশ ভেঙে পড়ে।  

খবরে বলা হয়, এরই মাঝে উদ্ধারকাজে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। ধংসস্তূপের নিচ থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়েছে।  

ধসে পড়া ভবনের ওই অংশটিতে নির্মাণকাজ চলছিল বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০ 
এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।