ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘জেনারেল সোলেমানিকে হত্যা যুদ্ধ ঘোষণার শামিল’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
‘জেনারেল সোলেমানিকে হত্যা যুদ্ধ ঘোষণার শামিল’

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলেমানিকে হত্যা করা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাজিদ তাখতে রাভানচি।

শুক্রবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনের আউট ফ্রন্ট অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

রাভানচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই হামলা প্রকৃতপক্ষে ইরানের জনগণের বিরুদ্ধে।

এটি একটি নতুন অধ্যায় যা ইরানের বিরুদ্ধে একটি যুদ্ধের সূচনা করলো। ’

ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘সামরিক হামলার জবাব সামরিক হামলা দিয়েই হয়; সেটা কখন, কোথায় কীভাবে হবে ভবিষ্যতই তা বলে দেবে। ’

ইরানি রাষ্ট্রদূত বলেন, ‘মেজর জেনারেল সোলেমানি মার্কিন স্বার্থে আঘাত হানার পরিকল্পনা করছিলেন এমন কোনো প্রমাণ থাকলে ওয়াশিংটনের উচিত তা প্রকাশ করা। ’

এর আগে, জাতিসংঘকে লেখা এক চিঠিতে রাভানচি বিশ্ব সংস্থাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, জেনারেল সোলেমানি উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ভয়াবহ বিপদ থেকে মধ্যপ্রাচ্যের জনগণকে রক্ষা করেছেন। জেনারেল সোলায়মানি মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধেই সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যোগ দিয়েছেন বলেও উল্লেখ করেন রাভানচি।

জাতিসংঘকে লেখা চিঠিতে তিনি আরো বলেছেন, ‘যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয়, যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে তাদের বিরুদ্ধেই লড়াই করছে। এ হামলার মধ্য দিয়ে সেটাই পরিষ্কার হয়ে গেছে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।