ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিশরে বোমা বিস্ফোরণে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
মিশরে বোমা বিস্ফোরণে নিহত ৪ বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাস, ছবি: সংগৃহীত

ঢাকা: মিশরের গিজা পিরামিডের কাছে বোমা বিস্ফোরিত হয়ে একটি পর্যটকবাহী বাসের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

নিহতদের মধ্যে তিনজন ভিয়েতনামি পর্যটক ও একজন স্থানীয় পর্যটক গাইড রয়েছেন। এছাড়া বাসটিতে ১৪ ভিয়েতনামি পর্যটক ছিলো বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

শুক্রবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মিশরের গিজা হারাম এলাকার মেরিওটিয়া সড়কে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যম জানায়, রাস্তার পাশে একটি দেয়ালের আড়ালে বোমটি লুকানো ছিল। পর্যটকবাহী বাসটি ওই দেয়ালের পাশ দিয়ে অতিক্রম করার সময় বোমটি বিস্ফোরিত হয়। তবে এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

মিশরে দীর্ঘদিন ধরে জঙ্গিরা সক্রিয়। ২০১৭ সালে দেশে দু’টি গির্জায় তারা বিস্ফোরণ ঘটায়। তার পরে দেশে জরুরি অবস্থা জারি করেন দেশটি প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি। গত অক্টোবরে জরুরি অবস্থার মেয়াদ তিন মাস বাড়ানো হয়।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৮
এমএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।