ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদত্যাগ করছেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৮
পদত্যাগ করছেন শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, ছবি: সংগৃহীত

ঢাকা: পদত্যাগ করছেন শ্রীলঙ্কান বিতর্কিত প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

শনিবার (১৫ ডিসেম্বর) তিনি পদত্যাগ করবেন বলে শুক্রবার (১৪ ডিসেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর ছেলে নামল রাজাপাকসে।

টুইটে নামল রাজাপাকসে বলেছেন, মাহিন্দা রাজাপাকসে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা শনিবারে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, দেশের পরিস্থিতি স্থিতিশীল করার জন্য প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন ক্ষমতাধর নেতা মাহিন্দা। এছাড়া আদালতের আদেশের পরও ক্ষমতায় থাকা তার উচিত হবে না বলে মনে করেন তিনি।

চলতি বছরের ২৬ অক্টোবর দায়িত্ব গ্রহণের শুরু থেকেই তিনি তুমুল বিতর্কের মুখে রয়েছেন। এ দিন দেশটির তখনকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে প্রেসিডেন্ট সিরিসেনা বরখাস্ত করে মাহিন্দাকে পদটির দায়িত্ব দেন। এরপর থেকেই শ্রীলঙ্কায় রাজনৈতিক অস্থিরতা শুরু হয়। যার চাপে পড়ে শেষপর্যন্ত তাকে পদ থেকে সরতেই হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।