ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বেতন বাড়ানোসহ কর কমানোর প্রতিশ্রুতি ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
বেতন বাড়ানোসহ কর কমানোর প্রতিশ্রুতি ম্যাক্রোঁর আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ, ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে নিম্ন আয়ের মানুষের বেতন বাড়ানোসহ করের বোঝা কমানোর প্রতিশ্রুতি দিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

সোমবার (১০ ডিসেম্বর) রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এমন প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।  

ম্যাক্রোঁ বলেন, খুব তাড়াতাড়ি জনগণের ওপর করের বোঝা কমানো হবে।

এছাড়া মাসিক বেতন কমপক্ষে ১০০ ইউরো (১১৩.৭৬ ডলার) বাড়ানো হবে। আর ওভারটাইমের ওপর কোনো কর বসানো হবে না।

টেলিভিশন ভাষণে তিনি বলেন, সরকারি ব্যয় কমিয়ে সামাজিক ও অর্থনৈতিক খাতের জরুরি সংস্কারগুলো সম্পন্ন করা হবে।

দেশটিতে জ্বালানি তেলের ওপর কর আরোপ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৭ নভেম্বর সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। ‘ইয়েলো ভেস্ট’ নামে পরিচিত পাওয়া এই আন্দোলন রাজধানী প্যারিসের বাইরেও ছড়িয়ে পড়ে।  

এক পর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর নজিরবিহীন সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন অন্তত চারজন, আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া হাজারো বিক্ষোভকারীকে গ্রেফতারও করেছে পুলিশ।

তবে এতসব আন্দোলন ও বিক্ষোভের পরও দেশটির প্রেসিডেন্ট ম্যাক্রোঁ কর আরোপের পক্ষেই মত ব্যক্ত করে আসছিলেন। তবে শেষ মুহূর্তে শেষ হাসিটা হাসলেন আন্দোলনকারীরা-ই।

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৮
এপি/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।