ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘে নতুন মার্কিন দূত হচ্ছেন নোয়ার্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৮
জাতিসংঘে নতুন মার্কিন দূত হচ্ছেন নোয়ার্ট হিদার নোয়ার্ট

ঢাকা: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নোয়ার্টকে জাতিসংঘে দেশটির নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

শুক্রবার (০৭ ডিসেম্বর) রাতে গুরুত্বপূর্ণ এ পদে নোয়ার্টের নাম ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল (এজি) হিসেবে বুশ প্রশাসন সময়ের এজি উইলিয়াম বারের নাম ঘোষণা করার সময় নোয়ার্টকে জাতিসংঘে দূতের দায়িত্ব দেওয়ার কথাও বলেন ট্রাম্প।

মার্কিন জনপ্রিয় সংবাদমাধ্যম ফক্স নিউজের নিউজ উপস্থাপিকা ছিলেন নোয়ার্ট। তিনি ২০১৭ সালের এপ্রিলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে নিয়োগ পান।

এদিকে, গত অক্টোবরে জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন দূত নিকি হ্যালি এ বছরের শেষ নাগাদ পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। আর তার প্রতিস্থাপক হিসেবে জাতিসংঘ দূত হচ্ছেন নোয়ার্ট। তবে তাকে সিনেটের অনুমোদন পেতে হবে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৮
এপি/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।